Sambad Samakal

ভ্যাকসিন-নীতি নিয়ে সুপ্রিম-প্রশ্নের মুখে কেন্দ্র

Apr 30, 2021 @ 4:56 pm
ভ্যাকসিন-নীতি নিয়ে সুপ্রিম-প্রশ্নের মুখে কেন্দ্র

দেশজুড়ে করোনা মহামারী ভয়াবহ আকার নিয়েছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় ভ্যাকসিন। কিন্তু সমস্ত রাজ্যেই ভ্যাকসিনেই আকাল। এই পরিস্থিতিতে ভ্যাকসিন-নীতি নিয়ে কেন্দ্রকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। ভ্যাকসিনের চাহিদা মেটাতে কেন্দ্র কী পরিকল্পনা নিয়েছে জানতে চেয়ে শীর্ষ আদালতের প্রশ্ন, ‘কেন্দ্রীয় সরকার কেন ১০০ শতাংশ ভ্যাকসিন কিনে নিচ্ছে না? কেন একাংশ কিনে বাকিটা নির্মাতা সংস্থার ওপর ছেড়ে দেওয়া হল? রাজ্যগুলির চাহিদার সমতা রক্ষা কীভাবে ঠিক করবে টিকা নির্মাতা সংস্থা? কোন রাজ্য আগে, কোন রাজ্য পরে ভ্যাকসিন পাবে, তা নির্ধারণের নীতি কী?’ একইসঙ্গে আদালতের পরামর্শ, ‘টিকা তৈরিতে বেসরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই বিনিয়োগ শুরু করেছে। টিকা তৈরিতে কেন্দ্র বিনিয়োগ করুক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

আগামিকাল অর্থাৎ ১ মে থেকে ১৮-ঊর্ধ্ব সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অথচ ৪৫ ঊর্ধ্বদেরই এখনও ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। এপ্রসঙ্গে শীর্ষ আদালত জানায়, ১৮-৪৫ বছর বয়সী মানুষের সংখ্যা ঠিক কত, জানাক কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে টিকাকরণ প্রক্রিয়া সরলীকরণ করার বার্তা দিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন ‘যাঁরা লেখাপড়া জানেন না, কো উইন অ্যাপ ব্যবহার করতে পারেন না, তাঁদের ভ্যাকসিনেশন কীভাবে হবে?’

Related Articles