Sambad Samakal

প্রথম ভারতীয় হিসাবে এফআইএএফ পুরষ্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

Mar 10, 2021 @ 7:40 pm
প্রথম ভারতীয় হিসাবে এফআইএএফ পুরষ্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস (এফআইএএফ) পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন। তিনিই প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পাচ্ছেন। করোনা আবহে এই বছর ভার্চুয়ালি হবে এই অনুষ্ঠান। এবারের এফআইএএফের ২০তম বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১৯ মার্চ।

এফআইএএফের প্রেসিডেন্ট ফ্রেডেরিক মেরি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘অমিতাভ বচ্চনকে মর্যাদাপূর্ণ এফআইএএফ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে আমরা বিশ্বকে দেখাতে চাই যে চলচিত্রের উত্তারাধিকার কতটা সমৃদ্ধ ও বিচিত্রময়।’ অমিতাভ বচ্চন বলেন, ‘আমাদের সিনেমার ঐতিহ্য রক্ষা করার এবং প্রদর্শন করার জন্য আমাদের একটি কেন্দ্র গড়ে তুলতে হবে। আমার আশা, তার জন্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীদের এবং সরকারের কাছ থেকে আরও সমর্থন অর্জন করতে সক্ষম হব।’

প্রসঙ্গত, বহুদিন ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এবং এই জগতে নিজেদের ছাপ ফেলেছেন এমন কিংবদন্তী শিল্পীদের এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। সেই রকমই এই প্রথম কোনও ভারতীয় এই পুরস্কার পাচ্ছেন। জানা গিয়েছে, বিগ বি-কে এই পুরস্কার প্রদান করবেন হলিউডের পরিচালক এবং এফআইএএফের পূর্ববর্তী প্রাপক মার্টিন স্করসাসি এবং ক্রিস্টোফার নোলান।

Related Articles