Sambad Samakal

হিংসা বরদাস্ত নয়, মুখ্যসচিবকে কমিশন

Mar 10, 2021 @ 8:26 pm
হিংসা বরদাস্ত নয়, মুখ্যসচিবকে কমিশন

আসন্ন নির্বাচনে কোনওভাবেই রাজ্যে হিংসা বরদাস্ত করা হবে না। বুধবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে এদিন নবান্নে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। কমিশনের তরফে উপস্থিত ছিলেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং দুজন লিয়াজোঁ অফিসার। কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বেশ কিছু রিপোর্ট পেশ করেন এদিনের বৈঠকে। যদিও সেই রিপোর্ট ভিত্তিহীন বলে দাবি করেছে রাজ্য।

কমিশন স্পষ্টই জানিয়েছে, কোনও ভাবেই যেন কোনও দলের প্রতি পক্ষপাতিত্ব করা না হয় এবং কোথাও কোনো রকম বিক্ষিপ্ত অশান্তি বা অভিযোগ জমা পড়েছে সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকে নজর দেওয়ার কথা জানানো হয়েছে কমিশনের তরফে। নির্বাচনে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে কমিশনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য।

Related Articles