Sambad Samakal

মুকুলপুত্র শুভ্রাংশুর ওপর হামলা! সংঘর্ষে তপ্ত ব্যারাকপুর

Mar 31, 2021 @ 6:51 pm
মুকুলপুত্র শুভ্রাংশুর ওপর হামলা! সংঘর্ষে তপ্ত ব্যারাকপুর

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয় চত্বর। চলল গুলিও। অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পরই বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তৃণমূলের গুন্ডাবাহিনীই মুকুল পুত্র শুভ্রাংশুর ওপর এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় শুভ্রাংশুর গাড়িও। পালটা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনেছে তৃণমূলও। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

বিজেপির দাবি, শুভ্রাংশু রায় মনোনয়ন জমা দিয়ে বেরনোর পরই তৃণমূলের কর্মী–সমর্থকরা তাঁর ওপর হামলা চালায়। পালটা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরা। পুলিশের সামনেই গুলি চলে বলে অভিযোগ। বিজেপির দাবি, গুলি চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতী। অন্যদিকে, তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীর গুলিতে জখম হয়েছেন এক তৃণমূল কর্মী।

এবিষয়ে শুভ্রাংশু এখনও কোনও মন্তব্য করেননি। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, সন্ধ্যায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকেই এবিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। তবে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ‘ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ পুরো নিস্ক্রিয় হয়ে রয়েছে। পুলিশের সামনেই বন্দুক হাতে ঘুরছে তৃণমূলের গুন্ডারা। আমাদের বীজপুরের প্রার্থী শুভ্রাংশু রায়ের ওপর হামলা চালায় জগদ্দলের তৃণমূল আশ্রিত গুন্ডারা। গুলিও চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী। নিজেদের ছোড়া গুলিতেই আহত হন জগদ্দল এলাকার তৃণমূলের কুখ্যাত দুষ্কৃতী জাভেদ‌।’

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের কর্মীদের দাবি, বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর এক আত্মীয়ের গাড়িতে ভাঙচুর চালায় শুভ্রাংশু রায়ের অনুগামীরা। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলিও চালায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গুন্ডারা। ভোটের মুখে বিজেপি ব্যারাকপুরে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘ব্যারাকপুরে সন্ত্রাসের নায়ক হল অর্জুন সিং। আর এই অর্জুনের নেতৃত্বেই গত এক বছর ধরে জগদ্দল, ভাটপাড়া, টিটাগড়, খড়দহে চলছে লাগাতার সন্ত্রাস। আজও ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরের বাইরে যে গন্ডগোল হয় তার পিছনে রয়েছে অর্জুন সিং। ব্যারাকপুরের মানুষ বিজেপিকে ভোটে হারিয়ে এর যোগ্য জবাব দেবে।’‌

Related Articles