Sambad Samakal

ফের আগুনে ঝলসে উঠল স্ট্র্যান্ড রোড

Mar 31, 2021 @ 5:52 pm
ফের আগুনে ঝলসে উঠল স্ট্র্যান্ড রোড

স্ট্র‍্যান্ড রোডে ফের আগুন। বুধবার সাতসকালেই বহুতলের চার তলায় আগুন লাগে। ওই বহুতলেরই নীচে রয়েছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখা, বিভিন্ন অফিস। ঘিঞ্জি এলাকায় অফিস পাড়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হাইড্রোলিক ল্যাডার এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। অবশেষে দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় বেলা সাড়ে দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার সকালে গিলান্ডার হাউসের পাশে বহুতলে আগুন লাগে। কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় এলাকা ঢেকে গিয়েছে। বহুতল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ভিতরে কেউ আটকে নেই বলে জানিয়েছেন দমকল কর্মীরা। আগুন লাগার সময়ে ভিতরে ছিলেন কয়েকজন নিরাপত্তারক্ষী। তাঁদেরকে বার করে আনা সম্ভব হয়েছে।
সপ্তাহ তিনেক আগেই স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুনে মৃত্যু হয় ন’জনের। মৃতদের মধ্যে ছিলেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের চার কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর একজন।। লিফটের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। বাকিদের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয় লিফটের বাইরে। সেই আতঙ্কের রেশ কাটিয়ে ওঠার আগেই ফের আগুন স্ট্র্যান্ড রোডে। ঘিঞ্জি অফিস পাড়া এখন যেন জতুগৃহে পরিণত হয়েছে।

Related Articles