Sambad Samakal

করোনার বলি আরও এক কিংবদন্তী

Apr 12, 2021 @ 12:13 pm
করোনার বলি আরও এক কিংবদন্তী

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী মিতা হক প্রয়াত। করোনায় আক্রান্ত হয়েই রবিবার সকালে ঢাকার এক হাসপাতালে মৃত্যু হল বাংলাদেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মিতা হক গত পাঁচ বছর ধরে কিডনি রোগেও ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস চললেও ভালোই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিতা। তাঁর জামাই অভিনেতা মুস্তাফিজ শাহিন জানান, চারদিন আগে মিতা হকের করোনা রিপোর্ট নেগেটিভ আসে এবং বাড়ি ফিরে আসেন। তারপর ফের অসুস্থ হয়ে পড়লে আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না।

প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী মিতা হক সবমিলিয়ে প্রায় ২০০টি রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। তাঁর এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে গত বছর একুশে পদক প্রদান করে।। শিল্পকলা পদকও পেয়েছেন। রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহসভাপতিও ছিলেন মিতা।

Related Articles