Sambad Samakal

আসানসোলে রোড শো করে প্রতিশ্রুতির বন্যা স্মৃতি ইরানির

Apr 21, 2021 @ 6:38 pm
আসানসোলে রোড শো করে প্রতিশ্রুতির বন্যা স্মৃতি ইরানির

আসানসোলে ভোট প্রচারে এসে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার আসানসোল উত্তর ও দক্ষিণে রোড শো শেষে জনসভায় স্মৃতি ইরানি বলেন, ‘বিজেপির সরকার ক্ষমতায় এলে বাংলায় ১০০ টি কলেজ, ৫০টি পলিটেকনিক কলেজ করা হবে।’

বুধবার সকালে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ মুখার্জির সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। একটি সুসজ্জিত হুড খোলা গাড়িতে করে দুই প্রার্থীকে সঙ্গে নিয়ে আসানসোল গির্জা মোড় থেকে ডিএভি স্কুল পর্যন্ত রোড শো করেন এই তারকা নেত্রী। তারপর ইসমাইলে একটি জনসভাও করেন। ওই জনসভা থেকে রাজ্যবাসীকে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তৃণমূলকেও কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। সরাসরি মমতাকে তোপ দেগে তিনি বলেন, ‘দিদিকে দিদি বললে রেগে যাচ্ছে। বলছে কেন মোদি দিদি বলছে। দিদি কে কি বলব?’ মমতার জমানায় বাংলায় চরম দুর্নীতি হয়েছে বলেও তোপ দাগেন স্মৃতি।

Related Articles