Sambad Samakal

মাসে ১০ কোটি ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে সেরাম

Apr 21, 2021 @ 5:27 pm
মাসে ১০ কোটি ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে সেরাম

কেন্দ্র সরকার আগামী ১লা মে থেকে ১৮ বছর বয়স থেকে সবার জন্য করোনার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে ভ্যাকসিনের যোগান নিয়ে ভাবনা। এর মধ্যে থেকে কিছুটা আশার কথা শোনালো সেরাম ইনস্টিটিউট। সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন সরকারের অর্থ সহায়তার অপেক্ষা না করেই তাঁরা ইতিমধ্যেই উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিয়েছেন। পরিকাঠামোর উন্নয়ন শেষ হলে আগামী জুলাই মাসের পর থেকে প্রতি মাসে ১০ কোটি ডোজ উৎপাদন করতে পারবে।

তিনি আরও জানিয়েছেন সেরামের কারখানায় উৎপাদন বৃদ্ধির জন্য ইতিমধ্যে ব্যাঙ্ক থেকে তাঁরা ঋণ নিয়েছেন। সরকারের ঘোষণা মতো ৩০০০ কোটি টাকার অপেক্ষা তারা করছেন না। তবে এই অর্থ সহায়তা বিমা উৎপাদনে গতি বৃদ্ধি করবে বলে তাঁর আশা।

Related Articles