Sambad Samakal

আজ ৫০-৬০ কিমি বেগে ঝড় দক্ষিণবঙ্গে

May 1, 2021 @ 10:09 am
আজ ৫০-৬০ কিমি বেগে ঝড় দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঝড়। শনিবার সকালে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। এই তালিকায় রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বাকি জেলাগুলিতেও বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব মিলিয়ে ভ্যাপসা গরমের থেকে রেহাই পাওয়ার ইঙ্গিত দিল হাওয়া অফিস।
শনিবার সকালে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আগামী ২ মে, রবিবার থেকেই শান্তির বৃষ্টি শুরু হতে চলেছে রাজ্যে। ৩ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। টানা তিন চার দিন ধরে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ফলে তাপমাত্রার পারদ নামবে, মিলবে স্বস্তি।

Related Articles