Sambad Samakal

‘পেপ-টক’ কাজে এল না চ্যাম্পিয়নস লিগ চেলসির

May 30, 2021 @ 9:38 am
‘পেপ-টক’ কাজে এল না চ্যাম্পিয়নস লিগ চেলসির

অল ইংল্যান্ড উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১-০ গোলে ফুটবল গুরু পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিল চেলসি। এটি চেলসির দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জয় এর আগে ২০১২ তেও চেলসি জয় পেয়েছিল। আর পেপের মতো কোচ চোখ ধাঁধানো মাঝ মাঠ, ফরোয়ার্ড লাইন এনেও ম্যান সিটির প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের খেতাব অধরাই থেকে গেল। গুরু পেপে’র কোনো ‘পেপ-টক’ই কাজে এল না।

খেলা শুরুর আগে থেকেই খাতায় কলমে ফেভারিট ম্যান সিটিকে ৯০ মিনিটেই জ্বলে উঠতে দেখা যায় নি। ম্যাচের প্রথমার্ধে ৪২ কাই হ্যাভার্টসের গোলে এগিয়ে যায় চেলসি। এই গোলেই পিএসজি’র প্রাক্তন কোচ থমাস টুশেলের ছেলেরা চেলসিকে এগিয়ে দেয়। এর পর দ্বিতীয়ার্ধে ম্যান সিটি কিছু সুযোগ পেলেও তিন কাঠির তলায় জালে বল জড়াতে পারে নি পেপের শিষ্যরা। চেলসি গোলরক্ষক এডুয়ার্ডও রক্ষণে অতন্দ্র প্রহরী হিসেবে দলের একমাত্র গোলে এগিয়ে থাকাকেষরক্ষা করেন। উল্লেখযোগ্য কাই হ্যাভার্টসের চ্যাম্পিয়নস লিগে এটাই প্রথম গোল। আর এভাবেই পেপ গুয়ার্দিওয়ালার কোচ হিসেবে ১৫ তম ট্রফি জয় অধরা থেকে গেল এই চ্যাম্পিয়নস লিগে।

Related Articles