Sambad Samakal

জুন মাসের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় ১৮ ঊর্ধ্বদের টিকা

Jun 1, 2021 @ 3:34 pm
জুন মাসের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় ১৮ ঊর্ধ্বদের টিকা

কলকাতায় যাঁদের বয়স আঠারো পেরিয়েছে, তাঁরা কবে বিনা খরচে কোভিশিল্ডের টিকা পাবেন? হ্যাঁ, আঠারো থেকে আটানব্বই, সব বয়সের মানুষ কোনওরকম বুকিং ছাড়াই এবার টিকা পেতে চলেছেন। শুধুমাত্র আধার কার্ড , ভোটার কার্ড বা যে কোনও পরিচয়পত্র নিয়ে এলেই চলবে। কবে বলুন তো? প্রশ্নের উত্তর দিয়েছেন কলাকাত পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র ও স্বাস্থ্য প্রশাসক, বিধায়ক অতীন ঘোষ জানান, “চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রাপ্তবয়স্কদের সার্বিক টিকাকরণ শুরু করা যাবে। বয়সের পৃথক গোষ্ঠী বিভাগ থাকবে না। ১৮ ঊর্দ্ধরা সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত যে কোনও সেন্টারে গিয়ে কোভিশিল্ডের টিকা নিতে পারবেন।” আসলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ১৮ ঊর্দ্ধ শহরের সমস্ত নাগরিককেই বিনা খরচে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। আর এই টিকাকরণ শুরু হলেই মহানগরের ১৪৪টি স্বাস্থ্য কেন্দ্র এবং ১৬টি মেগা সেন্টার থেকে সমস্ত শ্রেনীর মানুষকে ঢালাও ভ্যাকসিন দেওয়া হবে। পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিমের উপস্থিতিতে সোমবার কোভিড কমিটির বৈঠকে ১৮ ঊর্দ্ধদের একইসঙ্গে টিকা দেওয়ার প্রস্তুতির কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে। অতীন ঘোষ দাবি করেছেন, মুখ্যমন্ত্রী কার্যত লকডাউন চালু করার জেরে এবং পুরসভার ধারাবাহিক পরীক্ষা শুরু করায় কলকাতায় করোনার সংক্রমণ অনেকটাই কমে এসেছে। দৈনিক সংক্রমণ হার হাজারের নিচে নেমে এসেছে। মৃতু্যও অনেক কম। আর সেই কারণে কোভিডের টিকার চাহিদাও প্রচন্ড হারে বাড়ছে বলে দাবি অতীন ঘোষের।

Related Articles