Sambad Samakal

কাঁথির যশ দুর্গতদের পাশে দিব্যেন্দু পত্নী সুতপা

Jun 1, 2021 @ 3:35 pm
কাঁথির যশ দুর্গতদের পাশে দিব্যেন্দু পত্নী সুতপা

মানবিকতার টানেই কাঁথির যশ দুর্গতদের পাশে দাঁড়ালেন সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারী। শুধুমাত্র ত্রাণ নয়, করোনা মোকাবিলায় সমস্ত দুর্গতর হাতে তুলে দিলেন মাস্ক, সানিটাইজার এবং হাত ধোঁয়ার জন্য সাবান। আবেদন জানালেন, রাস্তায় নামলেই মাস্ক পরে থাকার জন্য। শিশুদের জন্য বাড়তি নজর দেওয়ায় জন্য দুর্গত পরিবারের অভিভাবকদেরও আবেদন জানালেন সুতপা।

কয়েকদিন ধরে কাঁথি ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বহু মানুষ অনাহারে আছেন বলে খবর পান সাংসদ পত্নী। এরপর নিজেই তাঁদের জন্য খাবার ও ওষুধপত্রের ব্যবস্থা করেন। দুপুরে গ্রামে পৌঁছে প্রায় দু’হাজার বন্যা দুর্গতর হাতে ত্রাণ তুলে দেন তিনি। তমলুকে নিজের কেন্দ্রে ঝড় বিধ্বস্ত বহু মানুষকে ত্রাণ পাঠাচ্ছেন দিবেন্দু, আর কাঁথিতে মানুষের পাশে নিঃশব্দে পৌঁছে গেলেন সাংসদ-পত্নী। এমন ভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি যে সত্যিই মানসিকভাবে তৃপ্ত তা স্বীকার করেছেন সুতপা। এক প্রশ্নের উত্তরে সুতপা অধিকারী জানান, কাঁথির সৌলা, হরিপুর, বাকিপুট এবং বোগুরান জলপাইয়ের মানুষদের হাতে চিরে, মুড়ি, বিস্কুট, বান পাউরুটি, ডিম, ছাতু, চানাচুর প্রভৃতি শুকনো খাবারের পাশাপাশি তুলে দেওয়া হয় পানীয় জল, ত্রিপল। শিশুদের জন্য দেওয়া হয়েছে সেরিল্যাক, ল্যাকটোজেন, চকোলেট দেওয়া হয়েছে।

Related Articles