Sambad Samakal

বৃহস্পতিবার থেকেই পথে ১০০ শতাংশ সরকারি বাস, ভাড়া বাড়ছে না বেসরকারি বাসেও: ফিরহাদ

Jun 30, 2021 @ 10:44 pm
বৃহস্পতিবার থেকেই পথে ১০০ শতাংশ সরকারি বাস, ভাড়া বাড়ছে না বেসরকারি বাসেও: ফিরহাদ

বিগত কয়েকদিন মহার্ঘ্য হয়েছে জ্বালানি। প্রায় একশো ছুঁই ছুঁই অবস্থা। এই পরিস্থিতিতে করোনা কালীন দীর্ঘ বিধিনিষেধের পর রাস্তায় বাস নামাতে গিয়ে বাস মালিকদের দাবি, পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস চলতে হলে ভাড়া বাড়াতে হবে। কিন্তু রাজ্যে করোনার জেরে ধসে যাওয়া আর্থিক পরিস্থিতিতে বাস মালিকদের এই দাবিকে কোনও ভাবেই মেনে নিতে নারাজ পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।বুধবার পরিবহণ দফতরের পক্ষ থেকে বাসমালিকদের সেকথা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান ফিরহাদ। পাশাপাশি বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে ১০০ শতাংশ সরকারি বাস পথে নামবে বলেও জানান তিনি।
পরিবহণমন্ত্রী জানান, বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যে তিন হাজার সরকারি বাস চলবে। যার মধ্যে শুধু কলকাতায় চলবে ৮০০ বাস। সরকারি ও বেসরকারি সব বাসই চালানো হবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।
এদিকে, বেসরকারি বাস মালিক সংগঠনের ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে পরিবহণ দফতরের গুরুত্বপূর্ণ বৈঠকের পর ফিরহাদ বলেন, ‘বাস মালিকরা নিজেদের ইচ্ছেমতো হঠাৎ করে বাস ভাড়া বৃদ্ধি করতে পারে না। বাস ভাড়া বৃদ্ধি করতে গেলে রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হয়। বাস চালানোর সময় যখন সরকারের কাছ থেকে তাঁরা লাইসেন্স নেন, তখনই এ সংক্রান্ত বিষয়গুলি তাঁদের জানিয়ে দেওয়া হয়। বর্তমানে অতিমারির আবহে সাধারণ মানুষ এমনিতেই কষ্টের মধ্যে রয়েছেন। রেল চলাচল এখনও শুরু করা যায়নি। তাই মানুষের করুণ অবস্থার সুযোগ নিয়ে কোনও অনৈতিক পদক্ষেপ মেনে নেওয়া হবে না। বিষয়টি নিয়ে বাস মালিকদের সর্তক করে চিঠি দেওয়া হয়েছে।’
অন্যদিকে এদিন ভাড়া বৃদ্ধি ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তোপ দাগেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তখন তিনি এই ফাইলে সই করে গিয়েছেন। এখন বিরোধী দলে চলে গিয়েছেন বলে বিরোধিতা করবেন, এটা হতে পারে না।’

Related Articles