Sambad Samakal

Vaccination: আশি ঊর্ধ্ব এবং শয্যাশায়ী রোগীদের বাড়িতে গিয়েই ভ্যাকসিন : ফিরহাদ

Jul 31, 2021 @ 7:48 pm
Vaccination: আশি ঊর্ধ্ব এবং শয্যাশায়ী রোগীদের বাড়িতে গিয়েই ভ্যাকসিন : ফিরহাদ

বয়স্কদের করোনা টিকা দেওয়ার জন্য আগেই দুয়ারে ভ্যাকসিন চালু করেছিল রাজ্য সরকার। এবার কলকাতা পুর এলাকায় আশির্ধ্বো এবং শয্যাশায়ী রোগীদের একেবারে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু হতে চলেছে। শনিবার একথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, ৮০ বছরের উপরে যাঁদের বয়স, তাদের ভ্যাকসিনের জন্য কোথাও যেতে হবে না। সরকারের তরফে তাঁদের বাড়িতে গিয়ে ভ্যাকসিনের দেওয়া হবে। এছাড়া অসুস্থতার জন্য যাঁরা বিছানা থেকে উঠতে পারছেন না, স্পেশ্যাল ক্যাটাগরি রেখে তাঁদেরও বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে। তবে তার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে। পুর প্রশাসক জানান, আশির্ধ্বোদের বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড এবং শয্যাশায়ী রোগীদের ক্ষেত্রে চিকিৎসার প্রমাণপত্র আগে থেকে বাড়ির নিকটবর্তী ভ্যাকসিন কেন্দ্রে জমা দিয়ে নাম লেখাতে হবে। তারপর পুর কর্মীরা তা খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন দিতে যাবেন। তবে সেই বাড়ির সমস্ত সকল সদস্যকে আগে থেকে ভ্যাকসিন নিয়ে থাকতে হবে। এটা দুয়ার ভ্যাকসিন নয়। এটা কলকাতা পুরসভার মানবিক প্রয়াস বলেও জানান ফিরহাদ।

Related Articles