Sambad Samakal

Dilip on Babul: বাবুলের পোস্টে দলীয় কোন্দলের কথা! কী বললেন দিলীপ?

Jul 31, 2021 @ 9:02 pm
Dilip on Babul: বাবুলের পোস্টে দলীয় কোন্দলের কথা! কী বললেন দিলীপ?

রাজনীতি ছাড়ার বার্তা দিয়ে লেখা বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। পোস্টে কোনও রকম রাকঢাক না রেখেই রাজ্য নেতৃত্বের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়ে পড়ার কথা স্বীকার করেছেন আসানসোলের বিজেপি সাংসদ। এই ঘটনায় নিজের দায় স্বীকার করে নেওয়ার পাশাপাশি রাজ্য নেতৃত্বের দায় আছে বলেও শনিবার নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন বাবুল। ফলে স্বাভাবিক ভাবেই বাবুলের রাজনীতি ছাড়ার ঘটনায় রাজ্য বিজেপি নেতৃত্ব, বিশেষত দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আঙুল উঠেছে। কিন্তু বিকেল থেকে বাবুলের এই পোস্ট নিয়ে ধুন্ধুমার বেঁধে গেলেও তাতে আমল দিতে নারাজ দিলীপ ঘোষ। এমনকী, বাবুলের রাজনীতি ছাড়ার কথা জানেন না বলেও তাঁর দাবি। সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয়া এখনও বিজেপির সাংসদ। দল বা সাংসদ পদ, কোনওটা থেকেই তিনি ইস্তফা দেননি। আগে ইস্তফা দিন, তারপর এবিষয়ে কথা বলব।’
রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, ‘আমি কারও ফেসবুক, টুইটার দেখি না। কে কোথায় যাচ্ছেন, কী করবেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কে রাজনীতি করবেন, বা করবেন না, কখন করবেন, কখন ছাড়বেন, এতে আমার কিছুর বলার নেই। প্রত্যেকের নিজস্ব অধিকার আছে। উনি এখনও লোকসভায় আছেন, এমপিও আছেন। আমাদের সহকর্মী হিসেবেও রয়েছেন।’
বাবুল সুপ্রিয়র রাজনীতি ছাড়ার জন্য বিজেপি নেতৃত্বকেই দায়ী করছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘সবাইকে নিয়ে চলার দল যে বিজেপি নয়, তা স্পষ্ট হয়ে গেল। বাবুল সুপ্রিয় মূলত গায়ক, শিল্পী মানুষ। শিল্পী-সাহিত্যিকরা স্বাধীন মনোভাব নিয়ে চলতে চাইলে তাঁদের জন্য বিজেপি যে জায়গা নয়, তা বাবুল সুপ্রিয়র পদক্ষেপে থেকেই পরিষ্কার।’ একইসঙ্গে বাবুল সুপ্রিয়র সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সুজন চক্রবর্তীর ইঙ্গিতপূর্ণ শুভেচ্ছাবার্তা, ‘গানটা ভালো করে করুন, সমাজসেবা ভালো করে করুন। রাজনীতি করার ইচ্ছা থাকলে ভবিষ্যতে দেখা যাবে।’
অন্যদিকে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মেয়াদ শেষের আগে বাবুলের সাংসদ পদ ছাড়া উচিত নয় বলে মনে করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘বাবুলের সঙ্গে গত কয়েকদিন আগেই দেখা হয়েছিল।‌ ওকে দেখে দুঃখী মনে হচ্ছিল। তবে আমি মনে করি, ২০২৪ পর্যন্ত ওঁর সাংসদ থাকা দরকার। নাহলে যে জনগন ভোট দিয়ে তাঁকে জিতিয়েছেন, তাঁদের সঙ্গে অন্যায় করা হবে।’
এদিন সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ফেসবুক পোস্টের পরেই তাঁর অবস্থান নিয়ে জল্পনা বাড়ে। ‘নিজেকে আগে একটু গুছিয়ে নিয়ে’ চব্বিশের আগে কি তৃণমূলে যোগ দিতে পারেন বাবুল? সৌগত রায়ের কৌশলী জবাব, ‘বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করতে চাইলে মমতা ব্যানার্জির কাছে আবেদন করুন, দলনেত্রী নিশ্চয়ই তা বিবেচনা করে দেখবেন।’

Related Articles