Sambad Samakal

এবার কলকাতার বিভিন্ন সিনেমা হলেও মিলবে ভ্যাকসিন

Jul 31, 2021 @ 6:15 pm
এবার কলকাতার বিভিন্ন সিনেমা হলেও মিলবে ভ্যাকসিন

প্রতিদিন ভ্যাকসিনেশন সেন্টারগুলিতে লম্বা লাইন পড়ছে। দীর্ঘক্ষণ দাড়িয়েও ফিরে যেতে হচ্ছে ভ্যাকসিন গ্রাহকদের। এই সমস্যা দূর করতে এবং ভিড় কমাতে কলকাতার বেশ কিছু কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া চালু করছে কলকাতা কর্পোরেশন। যার মধ্যে বেশ কয়েকটি সিনেমা হল, স্টেডিয়ামও রয়েছে। শনিবার একথা ঘোষণা করলেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। এছাড়া টিকার জোগানের অভাবে বেশ কিছুদিন কোভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল। আগামী সপ্তাহ থেকে সপ্তাহে ৩ দিন কোভ্যাকসিন টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিন ফিরহাদ হাকিম জানান, এবার থেকে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার কোভ্যাকসিন টিকা দেওয়া হবে। এছাড়া আগামী ৩ তারিখ থেকে কলকাতার বেশ কিছু সেন্টারে ভ্যাকসিন দেওয়া চালু করা হচ্ছে। যার মধ্যে রয়েছে- গীতাঞ্জলি কমিউনিটি হল, মুক্তধারা, স্টার থিয়েটার ,১৬ নম্বর বরো, নীলমাধব সেন লেন, এলিট সিনেমা, রক্সি সিনেমা, মেয়ো হাসপাতাল। প্রথম পর্যায়ে ৩০০ জন করে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ।

Related Articles