Sambad Samakal

Covid Omicron: ‘ওমিক্রন’ সতর্কতায় রাজ্যগুলোকে কী নির্দেশ দিল কেন্দ্র?

Nov 28, 2021 @ 7:58 pm
Covid Omicron: ‘ওমিক্রন’ সতর্কতায় রাজ্যগুলোকে কী নির্দেশ দিল কেন্দ্র?

সরাসরি দেশে ‘ওমিক্রন’ ভাইরাসের অস্তিত্ব এখনও পাওয়া যায় নি। কিন্তু তার আগেই রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে সতর্ক করে একাধিক নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের পাঠানো চিঠিতে ‘ওমিক্রন’ সতর্কতার একাধিক গুরুত্বপূর্ণ দিকের উল্লেখ করা হয়েছে।

‘ওমিক্রন’ সতর্কতায় পরীক্ষা ও নজরদারির ওপরেই মূল জোর দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দরে বিদেশ থেকে যাঁরা আসছেন, তাঁদের ওপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। সঙ্গেই প্রয়োজনে রাজ্যের মধ্যে মাইক্রো কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছে। যথাযথ সমীক্ষার মাধ্যমে করোনা সংক্রমণের ‘হটস্পট’ নির্দিষ্ট করার কথাও বলা হয়েছে ওই চিঠিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *