Sambad Samakal

Metrorail: অনলাইনে কীভাবে কাটবেন মেট্রো টিকিট?

Nov 30, 2021 @ 9:14 pm
Metrorail: অনলাইনে কীভাবে কাটবেন মেট্রো টিকিট?

লাইনের ভিড়ে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ হচ্ছে কলকাতা মেট্রোয়। এবার থেকে অনলাইনেই কলকাতা মেট্রোরেলের অ্যাপের মাধ্যমে কাটা যাবে টিকিট। সেই টিকিটে থাকবে একটি কিউআর কোড। মেট্রোর গেটে কিউআর স্ক্যানারে কোড দেখালেই খুলে যাবে দরজা।

কী ভাবে কাজ করবে এই ব্যবস্থা? মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্রথমে কলকাতা মেট্রোরেলের অ্যাপে নিজের নামের অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর যাত্রার জন্য নির্দিষ্ট স্টেশনের নাম দিলেই অনলাইন পেমেন্টের উইন্ডো খুলে যাবে। অনলাইনে টাকা জমা দেওয়ার পরে ফোনে একটি কিউআর কোড ডাউনলোড হয়ে যাবে। ওই কিউআর কোড মেট্রোর গেটে স্ক্যানারে ধরলেই স্টেশনে ঢুকতে পারবেন যাত্রী।

এছাড়াও স্মার্টকার্ড ও টোকেন ব্যবস্থাও চালু থাকবে। আধুনিক সময়ে এই ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে যথেষ্টই জনপ্রিয় হবে বলে মনে করছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *