Sambad Samakal

জেনে নিন কলকাতার কোন ২৫ কন্টেনমেন্ট জোনে সংক্রমিতরা গৃহবন্দি

Jan 3, 2022 @ 9:47 pm
জেনে নিন কলকাতার কোন ২৫ কন্টেনমেন্ট জোনে সংক্রমিতরা গৃহবন্দি

স্বপ্নরেখা সেনশর্মা

করোনা সংক্রমণের হার রুখতে মঙ্গলবার থেকে কলকাতায় ২৫টি কনটেন্টমেন্ট জোনে সংক্রমিতরা এবার গৃহবন্দি। এমনই আইন লাগু করছে পুরসভা ও পুলিশ। চারজনের বেশি কোভিড সংক্রমিত আছেন এমন বাড়ি বা আবাসনকে মাইক্রো কনটেনমেন্ট বা শুধু কনটেনমেন্ট জোন চালু করলেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার এই তালিকায় যেমন মানিকতলার বস্তি রয়েছে তেমনই শেক্সপীয়ার সরনী বা বেহালার বহুতল আবাসন রয়েছে। আবার রুবি হাসপাতালের পিছনের অভিজাত আবাসন ‘আরবানা’ বা একবালপুরের ‘আইডিয়াল টাওয়ার’ সংক্রমিতের সংখ্যা ৫০ এর বেশি হওয়ায় কনেটেনমেন্ট জোন ঘোষণা করেছেন ফিরহাদ।
এবার দেখে নিন, কোন কোন ঠিকানা কন্টেনমেন্ট জোন হল। এগুলি হল—- (১) ১৯০ থেকে ১৯৪ মানিকতলা মেন রোড (২) পি ১৩ সিআইটি রোড (৩) প্রসাদ এক্সটিকা, ৭১ থেকে ৭১/৩ ক্যানাল সার্কুলার রোড (৪) স্বরমানী কমপ্লেক্স, ৩৩ এ ক্যানাল সার্কুলার রোড (৫) ১৬/২ ব্ল্যাক বার্ণ লেন (৬) সিভার স্প্রিং, ৫ জে বিএস হলডন অ্যাভিনিউ (৭) এ্যাক্টিঊ একরস, ৫৪/১০ ডি সি দে রোড (৮) বৃন্দাবন গার্ডেন, ৯৮ ক্রিস্টোফার রোড (৯) ৭, ৮, ৯, ১১, ১২, ১৪, ১৬ লাউডন স্টিট (১০) ৬ এ শর্ট স্ট্রিট (১১) ২৫ই, ২৬ ও ২৮বি শেক্সপীয়র সরনী (১২) দক্ষিণ কলকাতার ১৩, ২৮, ৩০ বন্ডেল রোড (১৩) ৪, ১৪, ২২, ২৯ বালিগঞ্জ পার্ক রোড (১৪) ৩, ৫এ মে ফেয়ার রোড (১৫) ৪৬বি, ১১৩ডি, ১১৯/২ মঠেশ্বরতলা রোড (১৬) ২৩ এ আশুতোষ চৌধুরি লেন (১৭) ৭এ ময়ূর অ্যাপার্টমেন্ট, ২ ময়ুরভঞ্জ রোড (১৮) আইডিয়াল টাওয়ার, ৫৭ ডায়মন্ডহারবার রোড (১৯) ৩০/৮ রাজডাঙা মেইন রোড (২০) ৭৮৩, আনন্দপুর আরবানা (২১) ই২৮, সম্মীলনি পার্ক (২২) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের টাটা হল (২৩) রামানুজ হস্টেল, আইআইএম (২৪) লেকভিউ হস্টেল, জোকা (২৫) নিউ হস্টেল, ডায়মন্ডহারবার রোড

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *