Sambad Samakal

Covid in France: ইহুর আতঙ্কের মাঝে দু’ লক্ষ ৭১ হাজার সংক্রামিত ফ্রান্সে

Jan 5, 2022 @ 9:43 am
Covid in France: ইহুর আতঙ্কের মাঝে দু’ লক্ষ ৭১ হাজার সংক্রামিত ফ্রান্সে

করোনার নতুন স্ট্রেন ইহু বা আইএইচইউ নিয়ে যখন ফ্রান্সে চুলচেরা বিশ্লেষণ জারি রয়েছে তার মাঝে মঙ্গলবার ছবি ও শিল্পের দেশে ২.৭১ লক্ষেরও বেশি মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৫১ জন। এই পরিস্থিতিতে দেশের নাগরিক যারা ভ্যাকসিন নেন নি তাদের প্রতি কঠোর হওয়ার বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

পরিস্থিতি সামাল দিতে দেশের আইনসভায় নতুন বিল আনছে এমানুয়েলের সরকার। কিন্তু পার্লামেন্টে এই বিল আটকে দিয়েছে বিরোধীরা। নতুন এই বিলে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করা হয়েছে। বিলটি চলতি সপ্তাহে পাস হওয়ার কথা ছিল। কিন্তু যাঁরা টিকাবিরোধী, তাঁরা এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। বেশ কয়েকজন আইনপ্রণেতা বলেছেন, এমন পদক্ষেপ নেওয়ায় তাঁরা হত্যার হুমকিও পেয়েছেন।

যদিও প্রেসিডেন্ট লক্ষ্যে স্থির, তিনি জোর করে জনগণকে টিকা দিতে চান না। তিনি আশা করছেন, টিকা না নেওয়া সাধারণ মানুষ যেভাবে জীবন যাপন করেন, তার ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করলে টিকা নেওয়ার ব্যাপারে তাঁরা উৎসাহিত হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *