তিনি কথা দিয়েছিলেন ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ডায়মন্ডহারবার এলাকায় ৩০ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হবে। আর সেই কথা রাখলেন ডায়মন্ডহারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলের শেষ পাওয়া তথ্য অনুযায়ী, সারাদিনে ডায়মন্ডহারবারে করোনা পরীক্ষা হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষের। নিজেই টুইট করে অভিষেক জানিয়েছেন, ডায়মন্ডহারবারে বর্তমান দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ২.১৬ শতাংশে।
ডায়মন্ডহারবার এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জানুয়ারি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক। প্রতিটি ব্লকে কন্ট্রোল রুম খোলা, করোনা পরীক্ষা বাড়ানো, ডক্টর অন হুইলস-এর মত একাধিক কর্মসূচী শুরুর কথা বলেছিলেন। আর প্রথম ধাপেই একদিনে কোনও একটি এলাকায় ৫০ হাজার করোনা পরীক্ষার ব্যবস্থা করে দেখিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।