দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে বুধবার সকালে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চিঠিতে বলা হয়েছে, সমস্ত রাজ্যগুলোকে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মজুত রাখতে হবে। জরুরি ভিত্তিতে অন্তত ৪৮ ঘণ্টার অক্সিজেন অবশ্যই মজুত রাখা দরকার।
এছাড়াও রাজ্যের মধ্যে থাকা অক্সিজেন প্ল্যান্টগুলোকেও যথাযথ ভাবে কার্যকরী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত অক্সিজেন কনসেনট্রেটর যাতে সরকারের হাতে থাকে, সেই বিষয়টিকেও নিশ্চিত করত বলা হয়েছে। বাড়তে থাকা করোনা সংক্রমণের ফলে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ক্রমশ বাড়ছে। তাই আগে থেকেই রাজ্যগুলোতে সমস্ত রকম প্রস্তুতি রাখার কথা বলা হচ্ছে কেন্দ্রের তরফে।