Sambad Samakal

Dementia: ভারতে ৩০ বছরে ১ কোটি ডিমেনশিয়া রোগী!

Jan 12, 2022 @ 8:51 am
Dementia: ভারতে ৩০ বছরে ১ কোটি ডিমেনশিয়া রোগী!

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া বা এলোমেলো আচরণ করাকে অনেকেই স্বাভাবিক মনে করেন তবে চিকিৎসা শাস্ত্র বলছে বিশ্বের সবথেকে প্রাণঘাতি অসুখ গুলোর মধ্যে ডিমেনশিয়া রয়েছে সপ্তম স্থানে। সময়ের সঙ্গে সঙ্গে এই রোগের প্রকোপ আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। সম্প্রতি দ্য ল্যানসেট পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, আগামী ৩ দশকের মধ্যে ভয়ঙ্কর চেহারা নেবে ডিমেনশিয়া।

গবেষকদের দাবি অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে পৃথিবীতে ডিমেনশিয়া আক্রান্ত হবেন প্রায় ১৫ কোটি মানুষ। ভারতে আগামী ৩০ বছরে ১ কোটি মানুষ ডিমেনশিয়া আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে দ্য ল্যানসেট পত্রিকায়। সার্বিক ভাবে ভারতে ডিমেনশিয়া রোগী ১৯৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে মত গবেষকদের। সাধারণত ৪০ বছর থেকে শুরু হয়ে ৬০ বছরের পরে এই রোগের প্রকোপ বাড়তে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *