পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাত কোনও নতুন ঘটনা নয়। তবে এবার সংঘাতের মাত্রা চরমে পৌঁছল বলে মনে করছেন অনেকেই। বুধবার টুইট করে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে কার্যত তুলোধুনো করলেন রাজ্যপাল জগদীপ ধানকর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা নিয়ে মুখ্যসচিব ও ডিজিকে রাজভবনে তলব করেন রাজ্যপাল।
জগদীপ ধানকরের অভিযোগ, পরপর ৩ দিন রাজভবনে তলব করা হলেও রাজ্য সরকারের এই দুই সর্বোচ্চ আধিকারিক আসেন নি। রাজ্যপালের টুইটের ভাষায়, “অমার্জনীয়, সাংবিধানিক গাফিলতি” করেছেন রাজ্যের মুখ্যসচিব ও ডিজি। এর সঙ্গেই দুই আধিকারিকের জন্য রাখা খালি চেয়ারের ছবিও টুইটারে পোস্ট করেছেন ক্ষুব্ধ রাজ্যপাল।