শুক্রবার সকাল থেকেই মকর সংক্রান্তি উপলক্ষে পূণ্যস্নান শুরু হয়েছে গঙ্গাসাগরের সঙ্গমে। হাজার হাজার পূণ্যার্থী ভিড় করেছেন কপিলমুণির আশ্রম চত্বরে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে মেলা উপলক্ষে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। যদিও শুক্রবার সকাল থেকে গঙ্গাসাগর চত্বরে কার্যত উধাও কোভিড বিধি।
পূণ্যস্নান করতে আসা অধিকাংশ মানুষের মুখেই নেই মাস্ক। স্নান করে কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রেও দেখা মেলেনি দুরত্ববিধির। যদিও প্রশাসনের পক্ষ থেকে লাগাতার সকলকে মাস্ক পড়ে দুরত্ববিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ড্রোনের মাধ্যমে ই-স্নানেরও ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।