Sambad Samakal

ISL: করোনা কাঁটায় বাতিল আইএসএলের মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচ

Jan 15, 2022 @ 12:06 pm
ISL: করোনা কাঁটায় বাতিল আইএসএলের মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচ

করোনা সংক্রমণের সংখ্যা দেশজুড়েই লাগাতার বাড়ছে। খেলার জগতেও করোনা সংক্রমণের থাবা ক্রমশ চওড়া হচ্ছে। ফুটবল লিগ আইএসএলে করোনা সংক্রমণের জেরে বাতিল হয়ে গেল একটি ম্যাচ। শনিবার সন্ধ্যায় এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের জেরে বাতিল করে দেওয়া হল এই ম্যাচ।

আইএসএলের পক্ষ থেকে জানানো হয়েছে দু দলেরই বেশ কয়েক জন করে খেলোয়ার করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে মোহনবাগানের ৭ জন ও বেঙ্গালুরুর ৪ জন খেলোয়ার করোনা সংক্রমিত হয়েছেন। তাই বাধ্য হয়েই শনিবারের ম্যাচ বাতিল করা হয়েছে। কবে এই বাতিল হওয়া ম্যাচ খেলা হবে তা অবশ্য জানানো হয় নি আয়োজকদের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *