রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। শুধু সাধারণ মানুষ নন, বড় সংখ্যায় করোনা আক্রান্ত হচ্ছেন রাজ্যের হাসপাতলগুলির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শনিবার পর্যন্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রায় দুশো জন চিকিৎসক, নার্স, সাধারণ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলো তীব্র কর্মী সংকট দেখা দিয়েছে গোটা হাসপাতাল জুড়ে।
হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে আপাতত দু’টি করোনা ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট অন্য ওয়ার্ডে পাঠানো হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কর্তৃপক্ষের দাবি, করোনা আক্রান্ত চিকিৎসক ও কর্মীরা হোম আইসোলেশনে রয়েছেন। তা সত্ত্বেও সমস্ত জরুরি পরিষেবা যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।