Sambad Samakal

Horoscope: কেমন কাটবে আপনার সপ্তাহ?

Jan 16, 2022 @ 9:09 am
Horoscope: কেমন কাটবে আপনার সপ্তাহ?

মেষ: মানসিক অস্থিরতায় কাজের ক্ষতি। শত্রু থেকে সাবধান। স্বামী-স্ত্রী যৌথ চেষ্টায় সমস্যার সমাধান। বাড়তি খরচ।

বৃষ: গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে। অবসাদে কাজের ক্ষতি। সামাজিক সম্মান লাভ।

মিথুন: মূল্যবান জিনিস চুরি হতে পারে। চিকিৎসার খরচ বাড়বে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন। নতুন কাজের যোগাযোগ হতে পারে।

কর্কট: কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা। ছোটখাটো চোট লাগতে পারে। ব্যবসায় শুভ।

সিংহ: পেটের সমস্যা। ভ্রমণে বাধা। ব্যবসায় অশান্তি। পুলিশের থেকে সাবধান থাকুন।

কন্যা: কর্মক্ষেত্রে সমস্যা। সেবার কাজে শান্তি। প্রেমে মানসিক চাপ বাড়বে। সংসারিক বিবাদ।

তুলা: ব্যবসায় শুভ। বাড়িতে অতিথি সমাগম। আইনি কাজে খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা।

বৃশ্চিক: শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। রাস্তাঘাটে চলাফেরায় সাবধান। অফিসে কাজের চাপ বাড়বে। চিকিৎসার খরচ বাড়বে।

ধনু: ব্যবসায় অর্থ আসার যোগ। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ। দাম্পত্য বিবাদে কাজের ক্ষতি।

মকর: আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যা। কাজের চাপ বাড়বে। আগুন থেকে সাবধান।

কুম্ভ: শেয়ারে অর্থ নষ্ট হতে পারে। কিছু চুরি হয়ে যেতে পারে। অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ।

মীন: হারানো জিনিস ফিরে পেতে পারেন। সম্পত্তি নিয়ে বিবাদ। গঠনমূলক কাজের জন্য উন্নতি। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *