করোনা সতর্কতায় রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে আরও বেশ কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫০ শতাংশ আসনে রাত ৯টা পর্যন্ত জিম খোলা রাখা যাবে। তবে আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বা ডাবল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট বাধ্যতামূলক।
এছাড়াও ৫০ শতাংশ আসনে দর্শক নিয়ে রাত ৯টা পর্যন্ত যাত্রাপালাতেও ছাড় দেওয়া হয়েছে। যথাযথ কোভিড বিধিনিষেধ মেনে সিনেমা ও টিভি প্রোগ্রামের শুটিংয়েও ছাড় দেওয়া হয়েছে রাজ্যের নির্দেশিকায়।