শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পিছিয়েঔ গেল পাঞ্জাবের বিধানসভা ভোট। সোমবার দুপুরে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ১৪ ফেব্রুয়ারির বদলে পাঞ্জাবের বিধানসভার ভোটগ্রহণ হবে ২০ ফেব্রুয়ারি। ভোট পেছনোর জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সহ বিজেপি ও অন্যান্য দলের প্রতিনিধিরাও।
১৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের দলিত শিখ ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তী। ১০ ফেব্রুয়ারি থেকেই বেনারসে তীর্থ করতে যাবেন লক্ষ লক্ষ শিখ সম্প্রদায়ের মানুষ। তাই ওই সময়ে বিধানসভা ভোট না করার আর্জি জানিয়েছিল প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো। সেই দাবিকেই মান্যতা দিয়ে পাঞ্জাবের ভোটগ্রহণের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।