ভারতে করোনা ও তার নয়া স্ট্রেইন ওমিক্রনের সংক্রমণ লাগাতার বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দেশে নতুন একটি আরএনএ ভ্যাকসিন আসতে চলেছে এই জল্পনা চলছিল অনেক দিন ধরেই। পুনের সংস্থা জেনোভা বায়োফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ফেজ-২ ট্রায়ালের তথ্য জমা দেওয়া হয়েছে। ফেজ-৩ ট্রায়ালের জন্যও যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে খবর।
ডিজিসিআই-এর পক্ষ থেকে খুব দ্রুতই আরএনএ ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে বলে খবর। এছাড়াও ওমিক্রন ঠেকাতে আরএনএ ভ্যাকসিন প্রস্তুতের জন্য মানব দেহে ট্রায়াল খুব দ্রুতই শুরু হবে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।