Sambad Samakal

Digital Wedding: ডিজিটাল বিয়ে! তাও সম্ভব! কীভাবে আয়োজন করছেন তামিলনাড়ুর দম্পতি?

Jan 17, 2022 @ 6:37 pm
Digital Wedding: ডিজিটাল বিয়ে! তাও সম্ভব! কীভাবে আয়োজন করছেন তামিলনাড়ুর দম্পতি?

করোনা আবহে এখন পড়াশোনা থেকে গান-বাজনা সবই ডিজিটাল। তবে ‘ডিজিটাল বিয়ে’ শুনেছেন কখনও? এই অসম্ভবকেই সম্ভব করতে চলেছেন তামিলনাড়ুর এক দম্পতি। করোনা আবহে লোক ডেকে নয়, ডিজিটালি বিয়ে সারবেন তারা। শিবলিঙ্গপুরমের বাসিন্দা দীনেশ এসপি ও জনগনন্দিনী রামস্বামী। ৬ ফেব্রুয়ারি ডিজিটালি গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দু’জন।

জানা গিয়েছে, বিয়েটা সাধারণ ভাবেই হবে। এরপর ল্যাপটপের সুইচ টিপলেই ডিজিটাল রিসেপশনে হাজির হবেন দেশ-বিদেশের অতিথিরা। তার থিম হবে হ্যারি পটারের হগওয়ার্টস। নিজেদের পছন্দমত ডিজিটাল বিয়ের প্ল্যাটফর্মকে সাজিয়ে তুলেছেন তারা। মাদ্রাজ আইআইটির কর্মী দীনেশ। এই অভিনব ভাবনা তার মাথাতেই প্রথম আসে। ফলে মেটাভার্সে আপাতত এই ডিজিটাল বিয়ের আয়োজন চলছে জোর কদমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *