করোনা সংক্রমণের চিকিৎসা সংক্রান্ত ফের নতুন গাইডলাইন জারি করল কেন্দ্র। নয়া এই গাইডলাইনে চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়েছে, গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যথাসম্ভব স্টেরয়েড জাতীয় ওষুধ এড়িয়ে চলতে হবে। কারণ অতিরিক্ত স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগের ফলে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস জাতীয় রোগের প্রকোপ বাড়তে পারে। তাই আগেভাগেই সতর্ক করা হয়েছে চিকিৎসকদের।
এছাড়াও নয়া গাইডলাইনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি করোনা রোগীর অতিরিক্ত কাশি থাকলে প্রয়োজনে যক্ষা পরীক্ষা করাতে হবে। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯০-এর নীচে নেমে গেলে আইসিউতে রেখে চিকিৎসা চালাতে হবে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময়ে অতিরিক্ত ওষুধের ব্যবহার হয়েছিল বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। তাই স্টেরয়েড সহ যে কোন ওষুধ ব্যবহারের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হল চিকিৎসকদের।