দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এ রাজ্যেও জোরকদমে চলছে সেই উদ্যোগ। আর এর মধ্যেই এক স্কুল পড়ুয়াকে একদিনে ২ বার করোনা ভ্যাকসিন দোওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডেবরার আলোককেন্দ্র হাইস্কুলে।
সোমবার দিন ডেবরার ওই স্কুলে অন্যান্য দিনের মতই কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল। সেই সময়ে নবম শ্রেণির এক পড়ুয়াকে ২ বার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়। মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোরগোল পরে যায় গোটা জেলাজুড়ে। স্কুল সূত্রে খবর, এক দিনে টিকার ২টি ডোজ নেওয়ার পরেও সম্পূর্ণ সুস্থ আছে ওই পড়ুয়া। কী ভাবে এই মারাত্মক ঘটনা ঘটল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।