Sambad Samakal

Republic Day: মমতাকে চিঠি দিয়ে কী জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং?

Jan 18, 2022 @ 5:19 pm
Republic Day: মমতাকে চিঠি দিয়ে কী জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং?

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে বাদ পড়েছে বাংলার ‘নেতাজি’ বিষয়ক ট্যাবলো। যার প্রতিবাদে মোদিকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাল্টা মমতাকে চিঠি দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মমতাকে লেখা চিঠিতে রাজনাথ সিং বলেছেন যে কেন্দ্র কোনও উদ্দেশ্যমূলক চক্রান্তের কারণে বাংলার ট্যাবলো বাদ দেয় নি। কেন্দ্রীয় সরকার নেতাজিকে যথাযথ সন্মান করে।

রাজনাথের দাবি, কেন্দ্রীয় সংস্থা সিপিডব্লিউডির পক্ষ থেকে নেতাজি বিষয়ক ট্যাবলো করার জন্য আগেই প্রস্তাব জমা পড়েছিল কেন্দ্রের কাছে। তাই একই বিষয়ে পৃথক ট্যাবলোর অনুমতি দেওয়া হয় নি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত মোট ৪ বার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলোর অনুমতি দিয়েছে মোদি সরকার। তাই বাংলার রাজ্য সরকারকে বঞ্চিত করার কোনও ইচ্ছে মোদি সরকারের নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *