সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী কনফারেন্সের। মঙ্গলবার সেখানেই সন্ত্রাসবাদ ইস্যুতে ফের পাকিস্তানকে তুলোধুনো করলেন ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি। তিনি বলেন, “১৯৯৩ সালে মুম্বই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা পাকিস্তানে শুধু আশ্রয়ই পায় নি, পাঁচ তারা সুবিধা উপভোগ করেছে।”
রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক ভাবে আয়োজিত অপরাধ ও সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যে পার্থক্য করতে হবে। সমস্ত ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে কড়া ভাবে দমন করা প্রয়োজন। প্রসঙ্গত, ১৯৯৩ সালের মুম্বই হামলার পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করার অভিযোগ উঠেছিল ‘ডি-কোম্পানির’ বিরুদ্ধে। সেই দলের নেতা ইব্রাহিম এখনও পাকিস্তানের আশ্রয়ে সে দেশেই লুকিয়ে আছে বলে ধারনা অনেকেরই।