করোনা কাঁটায় ফের বাড়ল আন্তর্জাতিক বিমান চলাশলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ। বুধবার ডিজিসিএ’র পক্ষ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে পণ্যবাহী বিমানের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকছে না।
এছাড়াও বায়ো বাবলের মধ্যে চলাচল করা আন্তর্জাতিক বিমান পরিষেবাও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ডিজিসিএ। ২০২০ সাল থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। নতুন বছরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করেছিলেন অনেকেই। কিন্তু ওমিক্রন সতর্কতায় ফের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল।