ঝাড়খণ্ডের মাওবাদীদের নিয়মিত অর্থ সাহায্যের অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার হলেন এক ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যের সল্টলেকের বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে এনআইএর রাঁচি ইউনিটের আধিকারিকরা। ধৃত ওই ব্যবসায়ীর নাম মহেশ আগরওয়াল। আধুনিক পাওয়ার নামের একটি সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর তিনি। বিশেষ আদালতে ধৃতকে তুলে নিজেদের হেফাজতে নেবেন এনআইএর আধিকারিকরা।
ঝাড়খন্ডের মাওবাদীদের অর্থনৈতিক লিঙ্ক সম্পর্কে তদন্ত চালাচ্ছে এনআইএর রাঁচি ইউনিট। সেই সূত্রেই কলকাতার ব্যবসায়ীর নাম উঠে আসে। তবে ঠিক কী কারণে তিনি নিয়মিত মাওবাদীদের অর্থ সাহায্য করতেন, তা এখনও স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে। ধৃতকে জেরা করে মাওবাদী কার্যকলাপ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছে এনআইএ।