করোনা আবহে বিশ্বজুড়ে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে পর্যটন শিল্প। ২০২২ সালের শুরুতেই বিশ্বজুড়ে হানা দিতে শুরু করে ওমিক্রন। সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়ে যায় অধিকাংশ পর্যটনস্থল। এই পরিস্থিতিতে ফের কবে স্বাভাবিক হবে পর্যটনশিল্প জানাল রাষ্ট্রপুঞ্জ। বিশেষজ্ঞদের মতে ফের এই শিল্প স্বাভাবিক হতে সময় লাগবে অন্তত আরও ২ বছর।
মাদ্রিদে অবস্থিত রাষ্ট্রপুঞ্জের পর্যটন ব্যারোমিটার জানাচ্ছে, ২০২০ সালের ব্যাপক ধাক্কার পরে কিছুটা স্বাভাবিক হয়েছিল পর্যটন শিল্প। ২০২১ সালে ৪ শতাংশ বৃদ্ধিও লক্ষ করা গিয়েছিল। কিন্তু ওমিক্রন কাঁটায় ফের শুরু হয়েছে মন্দা। ২০২০ সালে পর্যটন শিল্প থেকে যে রাজস্ব আসতো তা বর্তমানে কমে গিয়েছে প্রায় ৭২ শতাংশ। সব মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের পর্যটন বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি চললে ২০২৪ সালের আগে বিশ্বের পর্যটন শিল্প আগের যায়গায় ফিরবে না।