ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। উদ্বেগ বাড়িয়ে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। একদিনে করোনা মুক্ত হয়েছেন ২ লক্ষ ২৩ হাজার ৯৯০ জন।
এ মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৯ লক্ষ ২৪ হাজার ৫১ জন। দৈনিক পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১৬.৪১ শতাংশে। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা হয়েছে ৯ হাজার ২৮৭।