Sambad Samakal

Kidney Transplant: যুগান্তকারী সাফল্য! মানব দেহে সফল ভাবে প্রতিস্থাপিত শুয়োরের কিডনি!

Jan 21, 2022 @ 5:26 pm
Kidney Transplant: যুগান্তকারী সাফল্য! মানব দেহে সফল ভাবে প্রতিস্থাপিত শুয়োরের কিডনি!

যুগান্তকারী সাফল্য অ্যালাপেথিক চিকিৎসা শাস্ত্রের। মানব দেহের বিকল হয়ে যাওয়া কিডনির বদলে সেই স্থানে বসানো হল শুয়োরের কিডনি। আশ্চর্যজনক ভাবে বিনা বাধায় মানব দেহ সেই কিডনিকে মেনে নিল। এর বিরুদ্ধে স্বাভাবিক কোনও প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে নি মানব শরীর। এই অনন্য নজির তৈরি করলেন বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের শল্য চিকিৎসকরা। জিনগত ভাবে উন্নত করা দু’টি কিডনি প্রতিস্থাপিত করা হয়েছে মানব দেহে।

সম্প্রতি এই প্রতিস্থাপন সম্পর্কে একটি পেপার প্রকাশিত হয়েছে ‘আমেরিকান জার্নাল অফ ট্রান্সপ্লান্টেশন’-এর একটি সংখ্যায়। বিশেষজ্ঞদের মতে এই পরীক্ষা সফল হলে বিকল হয়ে যাওয়া কিডনির কারণে আর মানুষের মৃত্যু হবে না। অন্য কোন প্রাণীর কিডনি নিয়েই সফল ভাবে কাজ করবে মানব দেহ। শুধু কিডনি নয়, এই যুগান্তকারী অপারেশন আরও অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও একটি নজির সৃষ্টি করবে আগামীদিনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *