Sambad Samakal

Tala Bridge: খুলছে টালা ব্রিজ, আর কত দিন সময় লাগবে? জানালেন পূর্তমন্ত্রী

Jan 21, 2022 @ 5:23 pm
Tala Bridge: খুলছে টালা ব্রিজ, আর কত দিন সময় লাগবে? জানালেন পূর্তমন্ত্রী

উত্তর শহরতলীর সঙ্গে দক্ষিণ কলকাতার যোগাযোগের গুরুত্বপূর্ণ টালা ব্রিজ নতুন রুপে খুলতে চলেছে। শুক্রবার টালা ব্রিজের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে যান রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক, সঙ্গে ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ব্রিজের কাজ খতিয়ে দেখার পর পূর্তমন্ত্রী মলয় ঘটক জানান, “ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও, করোনা পরিস্থিতিতে কিছুটা দেরি হচ্ছে। তবে আগামী ৩ মাসের মধ্যে সাধারণের ব্যবহারের জন্য এই ব্রিজ খুলে দেওয়া হবে।”

প্রসঙ্গত ভারবহনকারী ক্ষমতা যাচাইয়ের সময়ে টালা ব্রিজের স্বাস্থ্য বেহাল বলে রিপোর্ট আসে। তারপরেই গোটা টালা ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি করার কাজ হাতে নেয় রাজ্য। রেল লাইনের ওপরের অংশে কাজের জন্য রেলের অনুমতি আসতে দেরি হওয়ায় গোটা প্রক্রিয়া অনেকটা বিলম্বিত হয়। বর্তমানে টালা ব্রিজ এড়িয়ে ঘুরপথে যানবাহন চলাচল করছে। পূর্তমন্ত্রীর আশ্বাস মত ৩ মাসের মধ্যে নতুন টালা ব্রিজ খুলে দেওয়া হলে, উপকৃত হবেন সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *