দক্ষিণী ছবিতে বাঙালি কন্যার ভূমিকা যেন সাই পল্লবীর জন্য বাধা। শ্যাম সিংহ রায় এই দক্ষিণী ছবিতেও বাঙালির বধূর স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সহঅভিনেতা ননীর স্ত্রীর ভূমিকায় ছবির বিটুইন দ্য শটস শেয়ার করলেন অভিনেত্রী। গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি তামিল, তেলুগু ও কন্নড়ে দারুণ সফল। বক্স অফিস কালেকশনও অর্ধশত কোটি। ছবিটি শুক্রবার মুক্তি পেল ওটিটি প্ল্যাফর্ম নেটফ্লিক্সেও।