ফের পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। সোমবার সকালে উপাচার্যের গাড়ির সামনে বসে পড়েন এক দল পড়ুয়া। তাদের দাবি স্নাতকোত্তর স্তরে বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়াতে হবে। এর আগেও একাধিকবার উপাচার্যের কাছে এই বিষয়ে চিঠি দিয়েও কোন ফল হয় নি বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে উপাচার্যের গাড়ি বেড়নোর সময়ে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ও পুলিশ আন্দোলনরত পড়ুয়াদের টেনেহিঁচড়ে সরিয়ে দিয়ে উপাচার্যের গাড়ি বের করে দেয়। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয় নি।