সরস্বতী পুজোর পরেই বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই দুই কেন্দ্রে আগামী ৭ মার্চ ভোট করাতে চায় নির্বাচন কমিশন।
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। অন্যদিকে, বাবুল সুপ্রিয়র ইস্তফার পরে আসানসোল লোকসভা কেন্দ্রটিও ফাঁকা হয়ে যায়। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের সঙ্গেই বাংলায় এই দুই কেন্দ্রে উপনির্বাচন করতে তৎপর কমিশন।