রবিবার থেকে করোনা আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার থেকে তাঁকে এইচডিউতে রেখে হাই-ফ্লো অক্সিজেন দিতে হচ্ছে। ‘সঙ্কটজনক’ সুরজিৎ সেনগুপ্তর চিকিৎসায় যাতে কোন ত্রুটি না হয়, সেই বিষয়ে উদ্যোগ নিল রাজ্য সরকার।
মঙ্গলবার রাজ্যের ক্রিড়া মন্ত্রী অরুপ বিশ্বাসের নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানেই সুরজিৎ সেনগুপ্তের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। বেলেঘাটা বইডি হাসপাতালের করোনা বিশেষজ্ঞ চিকিৎসক যোগীরাজ রায়, সুরজিৎ সেনগুপ্তের চিকিৎসা পদ্ধতি পর্যবেক্ষণ করবেন বলে জানা গিয়েছে। প্রয়োজনে রাজ্যের সরকারি হাাপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও সুরজিৎ সেনগুপ্তকে দেখতে পারেন বলে সিদ্ধান্ত হয়েছে এই বৈঠক থেকে।