Sambad Samakal

Koushik Ganguly: ওয়েবে অন্য অবতারে কৌশিক

Jan 26, 2022 @ 6:17 pm
Koushik Ganguly: ওয়েবে অন্য অবতারে কৌশিক

সোমনাথ লাহা

তাঁকে দেখে এমনিতে পাশের বাড়ির কাকু কিংবা জেঠু মনে হলেও এই সদাহাস্যময় ভদ্রলোকটি আবার রাতের অন্ধকারে হাতে বন্দুকও তুলে নিতে পারেন। নবাগত পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘প্র্যাঙ্কেস্টাইন’-এ এমন‌ই একটি চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে।

ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক এর এই সিরিজটিতে অন্যান্য চরিত্রে রয়েছেন রেমো, শ্রীতমা দে, ইপ্সিতা কুন্ডু, দীপ দে-র মতো তরুণ অভিনেতারা। পরিচালক সাগ্নিক ইতিপূর্বে ‘হীরকগড়ের হীরে’-সহ একাধিক ছবি, সিরিজ, ধারাবাহিকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

পরিচালক হিসেবে এটিই তাঁর প্রথম কাজ। প্রথম কাজেই কৌশিক গঙ্গোপাধ্যায়কে কাস্ট করা প্রসঙ্গে সাগ্নিকের মত, “ওঁর অভিনয়ের ধরনের কথা মাথায় রেখেই গল্প ও চিত্রনাট্য সাজিয়েছিলাম। উনি শুনে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন।”

অন্যদিকে, কৌশিক‌ও জানিয়েছেন, তিনি গল্প শুনেই রাজি হয়ে গিয়েছিলেন। কৌশিকের কথায়, “লেখক-পরিচালক হিসেবে আমি এমন একটা বিষয় ভাবতেই পারিনি। অন্য একজন আমাকে মাথায় রেখে ভেবেছেন দেখে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলাম।”

ওয়েবে এটি কৌশিকের দ্বিতীয় প্রজেক্ট। এর আগে হ‌ইচ‌ই-এর জন্য ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘টিকটিকি’-তে অভিনয় করেছেন কৌশিক। সদ্য শেষ হয়েছে সেটির ডাবিংয়ের কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *