সোমনাথ লাহা
তাঁকে দেখে এমনিতে পাশের বাড়ির কাকু কিংবা জেঠু মনে হলেও এই সদাহাস্যময় ভদ্রলোকটি আবার রাতের অন্ধকারে হাতে বন্দুকও তুলে নিতে পারেন। নবাগত পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘প্র্যাঙ্কেস্টাইন’-এ এমনই একটি চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে।
ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক এর এই সিরিজটিতে অন্যান্য চরিত্রে রয়েছেন রেমো, শ্রীতমা দে, ইপ্সিতা কুন্ডু, দীপ দে-র মতো তরুণ অভিনেতারা। পরিচালক সাগ্নিক ইতিপূর্বে ‘হীরকগড়ের হীরে’-সহ একাধিক ছবি, সিরিজ, ধারাবাহিকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।
পরিচালক হিসেবে এটিই তাঁর প্রথম কাজ। প্রথম কাজেই কৌশিক গঙ্গোপাধ্যায়কে কাস্ট করা প্রসঙ্গে সাগ্নিকের মত, “ওঁর অভিনয়ের ধরনের কথা মাথায় রেখেই গল্প ও চিত্রনাট্য সাজিয়েছিলাম। উনি শুনে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন।”
অন্যদিকে, কৌশিকও জানিয়েছেন, তিনি গল্প শুনেই রাজি হয়ে গিয়েছিলেন। কৌশিকের কথায়, “লেখক-পরিচালক হিসেবে আমি এমন একটা বিষয় ভাবতেই পারিনি। অন্য একজন আমাকে মাথায় রেখে ভেবেছেন দেখে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলাম।”
ওয়েবে এটি কৌশিকের দ্বিতীয় প্রজেক্ট। এর আগে হইচই-এর জন্য ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘টিকটিকি’-তে অভিনয় করেছেন কৌশিক। সদ্য শেষ হয়েছে সেটির ডাবিংয়ের কাজ।