পদ্ম সম্মান প্রত্যাখ্যান করে ফের দেশ জুড়ে যেমন আলোচনায় উঠে এসেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক তখনই তুলনামূলক আলোচনা ও সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। কংগ্রেসের বিদ্রোহী গ্রুপ২৩ নেতা গুলাম শুধু নেট নাগরিকদের কটাক্ষই নয় স্বদলীয় সতীর্থদের সমালোচনায় বিক্ষত হচ্ছেন।
প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ ট্যুইট করেছেন বুদ্ধদেবের পদ্ম সম্মান প্রত্যাখ্যানের খবর সেই সঙ্গে লিখেছেন, “তিনি ‘আজাদ’ হতে চেয়েছেন ‘গুলাম’ নয়।” এরই মাঝে খবর রটে গুলাম তাঁর ট্যুইট প্রোফাইলের বায়ো পরিবর্তন করেছেন। জল্পনা শুরু হয় এবার তিনি হয়তো পদ্ম সম্মান পেয়ে পদ্ম শিবিরে ভিড়বেন। যদিও গুলাম সব বিতর্কে জল ঢেলে বলেছেন তিনি কোনো বায়ো পরিবর্তন করেন নি।