Sambad Samakal

Omicron: এই প্রথম সামনে এল ওমিক্রনের বিস্তারিত গঠন! কী বললেন বিজ্ঞানীরা?

Jan 26, 2022 @ 6:19 pm
Omicron: এই প্রথম সামনে এল ওমিক্রনের বিস্তারিত গঠন! কী বললেন বিজ্ঞানীরা?

এই প্রথম করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে খুঁটিয়ে পরীক্ষা করলেন একদল বিজ্ঞানী। ভ্যাঙ্কুভারের ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলোম্বিয়ার এই গবেষণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন ভারতীয় বিজ্ঞানী ড. শ্রীরাম সুব্রহ্মন্যম।

ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে ওমিক্রনের নিখুঁত পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি নানা রকম ভৌত ও রাসায়ানিক চরিত্রও পরীক্ষা করে দেখা হয়েছে।

দেখা গিয়েছে, মূল করোনা ভাইরাসের থেকে ওমিক্রনের মিউটেশনের সংখ্যা
প্রায় ৩৭টি। তাছাড়া মানুষের কোষের সঙ্গে সল্ট-ব্রিজ তৈরি করতে সক্ষম ওমিক্রন। তাই সংক্রমণের গতি অত্যন্ত বেশি। গবেষণায় উঠে এসেছে, ভ্যাকসিন কেন, কোনও প্রচলিত ওষুধও ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী নয়। এই সব তথ্য আগে জানা থাকলেও মূল কারণ জানা গেল এতদিনে। এই গবেষণার সূত্র ধরেই ভবিষ্যতে ওমিক্রনের সঙ্গে লড়ার অস্ত্র পাওয়া যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *