শুক্রবার রাত থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার। স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতির জন্য বন্ধ রাখা হবে এই সেতু। কলকাতা পুলিশ সূত্রে খবর, ২৮ জানুয়ারি, শুক্রবার রাত ১০ টা থেকে ১ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত খিদিরপুর ফ্লাইওভার বন্ধ থাকবে। এর ফলে স্বাভাবিক ভাবেই কিছুটা সমস্যায় পড়বেন গাড়ি নিয়ে যাতায়াতকারীরা। তবে যাত্রী দুর্ভোগ এড়াতে বিকল্প কোন পথ দিয়ে গাড়ি যাবে সেই রোড ম্যাপও প্রকাশ করেছে কলকাতা পুলিশ। e বিষয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, যে পাঁচদিন খিদিরপুর উড়ালপুল বন্ধ থাকবে সেই দিনগুলিতে গাড়িগুলিকে খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ-সিজিআর রোড-খিদিরপুর ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।